গণ-অভ্যুত্থানে সিপিডির অবদান অনেক: প্রধান উপদেষ্টা
- By Jamini Roy --
- 01 December, 2024
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্থাটির কার্যক্রমের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সিপিডি তাদের স্বাধীন চিন্তা এবং দেশব্যাপী নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে, জুলাই গণ-অভ্যুত্থানে সিপিডির গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম বিশেষ অবদান রেখেছে। রোববার (১ ডিসেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন ড. ইউনূস।
ড. ইউনূস আরও বলেন, সিপিডি সব সময় সমাজের মূল স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং নীতিনির্ধারকদের উপযুক্ত পরামর্শ দেয়ার চেষ্টা করেছে। তিনি উল্লেখ করেন, সিপিডি দেশের উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, সিপিডির ৩০ বছরের পথচলায় সংস্থাটি বিভিন্ন দিক থেকে জনগণের জন্য কাজ করেছে এবং এটি অব্যাহত থাকবে। তিনি জানান, সিপিডি তার কর্মকাণ্ডে জনগণের স্বার্থ এবং দেশব্যাপী গণতান্ত্রিক সংস্কারের প্রয়াস চালিয়ে যাবে।
এছাড়া, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান ভবিষ্যতে সিপিডির আরও সশক্ত এবং ভয়হীনভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, সিপিডি যেন দেশ ও জাতির জন্য স্বাধীনভাবে গবেষণা এবং নীতিনির্ধারণের কাজ চালিয়ে যেতে পারে, এমনকি ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি করতে পারবে, যাতে কোনো প্রকার হস্তক্ষেপের শিকার না হয়।
একই অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সংস্কার একদিনে সম্ভব নয় এবং যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সংস্কার না হয়, তবে তা দীর্ঘমেয়াদীভাবে টেকসই হবে না।’
এদিন সকালে দুটি সেশনে অংশ নিয়ে বক্তারা আরো বলেন, সিপিডি ভবিষ্যতেও নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাবে। সিপিডি তাদের গবেষণা এবং কার্যক্রমের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় অব্যাহত থাকবে।